এলপিজি সিলিন্ডারের দাম বেশি নেয়ায় জরিমানা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৩, ১৫:০৬
অ- অ+

নড়াইলে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেয়ায় ৩৬ হাজার টাকা জরিমানা নেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে সরকার এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও জেলার বিভিন্ন এলাকায় তা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল, আশ্রম রোড, জেলাখানা এলাকা, এবং লোহাগড়া বাজার ও কালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দাম বেশি নেয়ায় ১০টি মামলায় গ্যাস বিক্রেতাদের ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামে বিক্রি ও মূল্যতালিকা টানানোর জন্য সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা