শ্রীপুরে এক টাকায় ইফতার

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর)
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩, ১৭:৫৫
অ- অ+

গাজীপুরে শ্রীপুরে মাওনা চৌরাস্তায় স্কুল টিফিন ও খরচের টাকা বাঁচিয়ে রমজানজুড়েই এক টাকায় ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ স্কয়ার বাংলাদেশ। শ্রীপুর উপজেলার ব্যস্ততম প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় ইয়ুথ স্কয়ার বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের চাঁদায় অসহায়, দরিদ্র, স্বল্প আয়ের সাধারণ মানুষ, পথচারী, দিনমজুর ও বিভিন্ন পেশার মানুদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, প্রথম রজমান থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে এ আয়োজন। এক টাকার ইফতারে মিলছে একজনের খাবার উপযোগী মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও খেজুর। এছাড়া প্রতি শনিবার বিরিয়ানি ও ভুনা খিচুড়ি দেয়া হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ স্কয়ার বাংলাদেশের সভাপতি তাওসিফুল ইসলাম রিয়াদ। রিয়াদ জানান, মাওনা চৌরাস্তা খুব জনবহুল। আশপাশের এলাকার সাধারণ মানুষ বিভিন্ন কাজে এখানে আসায় ছিন্নমূল অসহায় মানুষের আনাগোনাও বেশি থাকে। এদের অনেকের সামর্থ্য নেই টাকা দিয়ে মুখরোচক ইফতার কিনে খাওয়ার। এসব মানুষের কথা চিন্তা করে রমজানজুড়েই মাত্র এক টাকায় ইফতার সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে। তাই প্রতিদিন ৫০ থেকে ৬০ জনের ইফতারসামগ্রী নিয়ে আমাদের সদস্যরা আসর নামাজের পরপরই বিতরণ শুরু করে।

ইফতারের ব্যয়ের টাকাটা কিভাবে আসে? এমন প্রশ্নের উত্তরে সংগঠন ইয়ুথ স্কয়ার বাংলাদেশের সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, সংগঠনে সদস্য ৩০ জন। আমরা সবাই ছাত্র। আমাদের রমজান আসার কয়েক মাস আগেই আমরা সভা করে পরিবার থেকে স্কুলের টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে একটি ফান্ড তৈরি করি। সেখান থেকেই এ ইফতারের আয়োজন করা হয়ে থাকে। আমাদের সব সদস্যই আন্তরিকভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও বছরজুড়েই বিভিন্ন অসহায় মানুষদের সহযোগিতা ও দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ইয়ুথ স্কয়ার বাংলাদেশের সদস্যরা বিতরণ করে থাকে।

এক্ষেত্রে আপনারা তো ইফতার বিনামূল্যে বিতরণ করতে পারতেন, এক টাকা কেন নির্ধারণ করা হলো? এমন প্রশ্নের জবাবে সদস্য তৌসিনুল ইসলাম তাজিম জানান, যারা এখান থেকে যারা ইফতার নেন তারা অনেকেই বিনামূল্যে ইফতার নিতে চান না। অনেকটাই অস্বস্তি করতে পারেন। তারা যাতে অস্বস্তিতে না ভোগেন, তাই শুভেচ্ছা মূল্যে হিসেবে আমরা এক টাকা নির্ধারণ করেছি। এতে যিনি ইফতার নিবেন তিনি এই টাকার বিনিময়ে অনেকটাই স্বস্তি বোধ করবেন, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এক টাকা ইফতার বিতরণ করছি। এতে আমরা বেশ সাড়া পেয়েছি, অনেকেই আসছেন, ইফতার নিচ্ছেন। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের বরাদ্দ করা ইফতার শেষ হয়ে যায়, ফের আমরা ইফতার প্যাকেট করে তাদের হাতে তুলে দিচ্ছি।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা