চট্টগ্রামে পাহাড় কাটার সময় ভূমিধস, নিহত ১, আহত ৪

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:১৬ | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:০৮

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় পাহাড় কাটার সময় ভূমিধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলতলীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাহাড়ধসে গুরুতর আহত খোকা নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, আকবর শাহ কবরস্থানের পেছনে রেলওয়ে হাউজিং সোসাইটির শেষপ্রান্তে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সেখানে পাহাড় কেটে একটি সড়ক তৈরি করছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সন্ধ্যা পৌনে ৬টায় পাহাড়ধসের সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মেয়র, তদারকি করেন হতাহতদের উদ্ধার কার্যক্রম। এসময় উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ক্ষয়ক্ষতি হ্রাসে দ্রুত পদক্ষেপ নিতে বলেন মেয়র।

মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, জহরলাল হাজারী, ফায়ার সার্ভিস, আকবরশাহ থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে উদ্ধার কাজ সমন্বয়ে দিক-নির্দেশনা দেন।

এদিকে আকবরশাহ এলাকায় পাহাড়ধসের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে ৭ সদস্যের এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), মেয়রের প্রতিনিধি, সিডিএ প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, আকবর শাহ থানার ওসি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :