তাড়াশে সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হলেন, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামের আইয়ুব মণ্ডলের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গত ৫মার্চ ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলসহ ১০-১৫ জনের একটি দল এসে প্রধান শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় হামলাকারীরা অনুষ্ঠানের জন্য রাখা চেয়ার, টেবিলসহ স্কুলের বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা বাদী হয়ে রানা মণ্ডলকে প্রধান আসামি করে হামলা-ভাঙচুরের ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা করেন।
পরে গত ১৩মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতির নির্দেশ দেন। সেই সাথে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে ৫ কর্ম দিবসের মধ্যে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

মন্তব্য করুন