মৌলভীবাজারে নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহিন মিয়া (১০) নামে নিখোঁজ এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সিন্দুর খান ইউনিয়নের একটি ফসলি জমিতে তার লাশ পাওয়া যায়।
সে উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের পুত্র।
বৃহস্পতিবার রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

মন্তব্য করুন