ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মোজাফফর হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২৩| আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:৩১
অ- অ+

অসহায় ও দুস্থ ১১ হাজার পরিবারের মধ্যে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন (সিআইপি)। শনিবার জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করেন তিনি।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ৬ হাজার শাড়ি, ২ হাজার লুঙ্গি, ৩ হাজার প্যান্টের পিস এবং সেমাই, চিনি, চাল, তেল, দুধ ও সাবান।

অনুষ্ঠানে এমপি মোজাফফর হোসেন বলেন, 'ঈদ উপলক্ষে আমি প্রতি বছরেই নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করি। দেশের যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমরা সবসময় আপনাদের সবার পাশে আছি, বাকি জীবন থাকবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. বাকী বিল্লাহ

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাহেব দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মান্নান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা