পাবনায় হত্যায় মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ২১:০৪

পাবনার সদর এলাকা থেকে নিজের স্ত্রী হাফিজা খাতুনকে নৃশংসভাবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহরম সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় একটি অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে পাবনায় নিজের স্ত্রী হাফিজা খাতুনকে হত্যা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহরম সরদারকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত মো. মহরম সরদার তার অপরাধ স্বীকার করেছেন। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। তার নির‌্যাতনে সাবেক তিন স্ত্রী সংসার ছেড়ে পালিয়ে যায়। নিহত হাফিজা খাতুন তার চতুর্থ স্ত্রী। তিনি হাফিজাকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির‌্যাতন করে আসছিলেন। এক পর‌্যায়ে পুকুরের পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ভাসিয়ে দেয়। এ ঘটনায় ২০১৩ সালে পাবনা সদর থানায় তার নামে মামলা হয়। পরবর্তীতে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সাজা ও জরিমানা করেন। মামলায় রায় হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. মহরম সরদার পাবনা জেলার সদর থানার উত্তর মাছিমপুর গ্রামের মৃত ঢোলু সরদারের ছেলে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :