রাজশাহীতে দৃষ্টিনন্দন দুইটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ২১:১৮

রাজশাহী মহানগরীতে লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও বিনোদপুর মোড়ে দুইটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে পৃথক দুটি অনুষ্ঠানে এই দুইটি ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিক মেয়র।

ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১০টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন রয়েছে। প্রথম পর্যায়ে ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এগুলো দুই/তিন মাসের নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপরে আরো ৫টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। নাগরিকদের স্বাচ্ছ্যন্দে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে ফুটওভারগুলো নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে এলজিইডি কর্তৃক আরো ১০টি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ফুটওভার ব্রিজগুলোতে ব্যানার- পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, সুন্দর পরিচ্ছন্ন শহর রাজশাহীবাসীর প্রতি আমার অনুরোধ, ফুটওভার ব্রিজে ব্যানার, ফেস্টুন অথবা কোন পোস্টার লাগিয়ে এর সৌন্দর্য্য যেন নষ্ট না করি।

উদ্বোধনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, প্রকল্প পরিচালক ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত, আসিফুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, ইসতিয়াক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নগরীর ৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে ২৭ কোটি ৯১ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৫টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে। স্থানসমূহ হচ্ছে, সাহেব বাজার জিরোপয়েন্ট, মিন্টু চত্বর, পলিটেকনিক মোড়, তালাইমারী মোড় ও বিনোদপুর মোড়। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরো ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :