ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ২২:৪৩| আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২২:৪৭
অ- অ+

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি, ময়মনসিংহ)। বুধবার সকাল সাড়ে ৯টায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম কোতোয়ালী থানার আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেপ্তার আসামি সাদ্দামসহ অন্যান্য আসামি সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হকের ছেলে আশাকে ২০১০ সালে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

সোহাগ ও সাদ্দাম বাদে মামলার বাকি সব আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামি সুজন, সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত গত ০৫ মার্চ তাদের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। অন্য আসামিদের মধ্যে মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য আসামি সাদ্দাম দীর্ঘ ১৩ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
সুস্থ দেহে সুন্দর মন, জানুন নীরোগ থাকার মন্ত্র
ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে থাকবেন শতাধিক বিনিয়োগকারী 
মেদ ঝরাতে নিয়মিত খাচ্ছেন লেবু-পানি? লাভের বদলে ক্ষতি ডেকে আনছেন না তো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা