ঈদগাহে প্রাণ গেল মুসল্লির

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৩১| আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৩২
অ- অ+

ঈদুল ফিতরের নামাজের মোনাজাত শেষে ঈদগাহ মাঠে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কেরামতিয়া হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

মৃত মুসল্লির নাম শামসুর রহমান (গোসাই)। বয়স ৬৫ বছর। তিনি নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ারভিটা (সেনপাড়া) এলাকার বাসিন্দা।

নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নামাজ শেষে মোনাজাতের সময় ঢলে পড়েন ওই মুসুল্লি। সেখানেই তার মৃত্যু হয়। তার সঙ্গে আসা পরিবারের অন্য লোকজন মরদেহ নিয়ে গেছে।

নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। দাফনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিকাল সাড়ে ৩টায় জানাজা শেষে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা