ঈদগাহে প্রাণ গেল মুসল্লির

ঈদুল ফিতরের নামাজের মোনাজাত শেষে ঈদগাহ মাঠে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কেরামতিয়া হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
মৃত মুসল্লির নাম শামসুর রহমান (গোসাই)। বয়স ৬৫ বছর। তিনি নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ারভিটা (সেনপাড়া) এলাকার বাসিন্দা।
নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নামাজ শেষে মোনাজাতের সময় ঢলে পড়েন ওই মুসুল্লি। সেখানেই তার মৃত্যু হয়। তার সঙ্গে আসা পরিবারের অন্য লোকজন মরদেহ নিয়ে গেছে।
নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। দাফনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিকাল সাড়ে ৩টায় জানাজা শেষে দাফন করা হবে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন