চার দিনে ঢাকার বাইরে গেছে সাড়ে ৮৫ লাখ সিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ২১:৫৬| আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫:৪৮
অ- অ+

পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ইট-পাথরের শহর ছেড়ে গ্রামের বাড়ি গিয়েছেন অনেকে।

মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী গতকাল শুক্রবার পর্যন্ত ৪ দিনে মোট ৮৫ লাখ ৫২ হাজার ২৪০টি মোবাইল সিম ঢাকার বাইরে গেছে।

শনিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তবে একই সময়ের মধ্যে ঢাকায় এসেছে ২৩ লাখ ৯১ হাজার ৬১০টি সিম। যদিও অনেকেই ১৮ এপ্রিলের আগে ঢাকা ছেড়েছেন বা কেউ কেউ প্রবেশ করেছেন।

মোস্তাফা জব্বার বলেছেন, ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে গ্রামীণফোনের ৩১ লাখ ১০ হাজার ৯৬৪, রবির ২২ লাখ ৮৮ হাজার ৭৮৫, বাংলালিংকের ৩০ লাখ ৪১ হাজার ৯৮ এবং টেলিটক ১ লাখ ১১ হাজার ৩৯৩ জন ব্যবহারকারী।

এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন লোক ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন, তা বলা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা