ওয়ানডেতে আরব আমিরাতের ৪৭১, জিতল ২০১ রানে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ১৭:৪৫
অ- অ+

এশিয়া কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো চার-ছক্কার বৃষ্টি নামিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। মোহাম্মদ ওয়াসিম ও ভৃত্তিয়া আর্ভিন্দের সেঞ্চুরিতে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭১ রান তুলেছে সংযুক্ত আরব আমিরাত। জবাবে নেমে ২৭০ রানে থেমেছে সিঙ্গাপুর।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার আরিয়ান লার্কা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সিঙ্গাপুরের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন মোহাম্মদ ওয়াসিম ও ভৃত্তিয়া আর্ভিন্দ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৪৬ রান।

এই দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। মাত্র ৮২ বলে নয়টি চার ও ১৬টি ছয়ের মারে ১৬০ রানে থামেন ওয়াসিম। এদিকে আর্ভিন্দের ইনিংস থামে ১৭৪ রানে। ১৩৩ বলে খেলা তার এই ইনিংসটি ১৭টি চার ও সাতটি ছয়ে সাজানো। এছাড়া মাত্র ৫০ বলে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন আয়ান আরিয়ান খান।

পাহাড় সমান রান সামনে রেখে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান তুলতে পেরেছে সিঙ্গাপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন মানপ্রিত সিং। অর্ধশতকের দেখা পেয়েছেন থিমিপান ওমাইদুরাই।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা