ওয়ানডেতে আরব আমিরাতের ৪৭১, জিতল ২০১ রানে

এশিয়া কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো চার-ছক্কার বৃষ্টি নামিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। মোহাম্মদ ওয়াসিম ও ভৃত্তিয়া আর্ভিন্দের সেঞ্চুরিতে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭১ রান তুলেছে সংযুক্ত আরব আমিরাত। জবাবে নেমে ২৭০ রানে থেমেছে সিঙ্গাপুর।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার আরিয়ান লার্কা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সিঙ্গাপুরের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন মোহাম্মদ ওয়াসিম ও ভৃত্তিয়া আর্ভিন্দ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৪৬ রান।
এই দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। মাত্র ৮২ বলে নয়টি চার ও ১৬টি ছয়ের মারে ১৬০ রানে থামেন ওয়াসিম। এদিকে আর্ভিন্দের ইনিংস থামে ১৭৪ রানে। ১৩৩ বলে খেলা তার এই ইনিংসটি ১৭টি চার ও সাতটি ছয়ে সাজানো। এছাড়া মাত্র ৫০ বলে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন আয়ান আরিয়ান খান।
পাহাড় সমান রান সামনে রেখে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান তুলতে পেরেছে সিঙ্গাপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন মানপ্রিত সিং। অর্ধশতকের দেখা পেয়েছেন থিমিপান ওমাইদুরাই।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএম)

মন্তব্য করুন