পাঁচ দিনে ঢাকা ছেড়েছে ১ কোটি ১ লাখ ৬০ হাজার সিম, এসেছে ২৭ লাখ ৯১ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৮:৪১ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ১৯:৫৮

ঈদ ঘিরে গত পাঁচ দিনে ঢাকার বাইরে গেছে এক কোটি এক লাখ ৫৯ হাজার ৭৮৬টি সিম। এই সময়ে ঢাকায় এসেছে ২৭ লাখ ৯০ হাজার ৭৯১টি সিম।

রবিবার বেলা আড়াইটার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড পেসবুক পেজে চারটি অপারেটরের মোবাইল সিমের এই পরিসংখ্যান পোস্ট করেন।

পরিসংখ্যান বলছে, গত ১৮ এপ্রিল ঢাকার বাইরে গেছে গ্রামীণ ফোনের তিন লাখ ৩৪ হাজার ২৭৫টি সিম, ১৯ এপ্রিল পাঁচ লাখ ৭৯ হাজার ৭৮টি, ২০ এপ্রিল আট লাখ ২৫ হাজার ৯৪৪টি, ২১ এপ্রিল ১৩ লাখ ৭০ হাজার ৮৪৭টি এবং ২২ এপ্রিল সাত লাখ ২৯ হাজার ৪৫০টি সিম।

পাঁচ দিনে এই মোবাইল অপারেটরের সিম ঢাকার বাইরে গেছে ৩৮ লাখ ২৯ হাজার ৫৯৪টি।

রবি লিমিটেডের সিম ১৮ এপ্রিল ঢাকার বাইরে গেছে তিন লাখ দুই হাজার ২৮৪টি, ১৯ এপ্রিল চার লাখ ১৬ হাজার ৯৫৫টি, ২০ এপ্রিল সাত লাখ ৫৪ হাজার ৪৮২টি , ২১ এপ্রিল আট লাখ ১৫ হাজার ৬৪টি এবং ২২ এপ্রিল তিন লাখ ১৫ হাজার ৬১৩টি সিম। পাঁচদিনে রবির সিম ঢাকা ছেড়েছে মোট ২৬ লাখ চার হাজার ৩৯৮টি।

বাংলালিংকের সিম ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে পাঁচ লাখ ৭৩ হাজার ৫০৯টি, ১৯ এপ্রিল ছয় লাখ ৫৮ হাজার ২৫২টি, ২০ এপ্রিল আট লাখ ২৮ হাজার ৯৬টি, ২১ এপ্রিল নয় লাখ ৮১ হাজার ২৪১টি এবং ২২ এপ্রিল পাঁচ লাখ ৪৫ হাজার ৯৫৬টি। এই অপারেটরের পাঁচদিনে মোট ঢাকা ছেড়েছে ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪টি সিম।

টেলিটকের সিম ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১৮ হাজার ১৯০টি, ১৯ এপ্রিল ১৭ হাজার ৫৬০টি, ২০ এপ্রিল ৪৫ হাজার ৩৮৭টি, ২১ এপ্রিল ৩০ হাজার ২৫৬টি এবং ২২ এপ্রিল ১৬ হাজার ৫২৭টি।

পাঁচদিনে এই অপারেটরের সিম মোট ঢাকার বাইরে গেছে এক লাখ ২৭ হাজার ৯২০টি।

চার কোম্পানির সিম ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি, ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯টি, ২১ এপ্রিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি সিম এবং ২২ এপ্রিল ১৬ লাখ সাত হাজার ৫৪৬টি সিম।

১৮ এপ্রিল ঢাকায় প্রবেশ করেছে গ্রামীণ ফোনের এক লাখ ২৮ হাজার ৯৭০টি সিম, ১৯ এপ্রিল এক লাখ ৩৩ হাজার ২৩৭টি, ২০ এপ্রিল এক লাখ ২৭ হাজার ৭৬টি, ২১ এপ্রিল এক লাখ চার হাজার ৭৭২টি সিম এবং ২২ এপ্রিল ৬৭ হাজার ২১২টি সিম। পাঁচ দিনে এই অপারেটরের মোট পাঁচ লাখ ৬১ হাজার ২৬৭টি সিম ঢাকায় এসেছে।

রবির সিম ঢাকা ছেড়েছে ১৮ এপ্রিল এক লাখ ছয় হাজার ৮৬৩টি, ১৯ এপ্রিল ৮২ হাজার ৯০১টি, ২০ এপ্রিল ৬৬ হাজার ২৬৮টি, ২১ এপ্রিল ৪৪ হাজার ৯২০টি এবং ২২ এপ্রিল ২৯ হাজার ৯৯৪টি সিম। এই অপারেটরের পাঁচদিনে মোট তিন লাখ ৩০ হাজার ৯৪৬টি সিম ঢাকা এসেছে।

বাংলালিংকের সিম ঢাকা এসেছে ১৮ এপ্রিল চার লাখ ২২ হাজার ৬০০টি, ১৯ এপ্রিল চার লাখ ১০ হাজার ১৮১টি, ২০ এপ্রিল তিন লাখ ৯৭ হাজার ৪২টি সিম, ২১ এপ্রিল তিন লাখ ২১ হাজার ৩৭৩টি সিম এবং ২২ এপ্রিল দুই লাখ ৯৪ হাজার ৩২২ টি। পাঁচদিনে মোট ১৮ লাখ ৪৫ হাজার ৫১৮টি সিম ঢাকা এসেছে এই কোম্পানির।

টেলিটকের ১৮ এপ্রিল ঢাকায় এসেছে নয় হাজার ৩৫০টি সিম, ১৯ এপ্রিল ছয় হাজার ২০৩টি, ২০ এপ্রিল ১৫ হাজার ২১১টি, ২১ এপ্রিল ১৪ হাজার ৬৪৩টি এবং ২২ এপ্রিল সাত হাজার ৬৫৩টি। এই অপারেটরের মোট ৫৩ হাজার ৬০টি সিম ঢাকায় এসেছে।

চার কোম্পানির মিলে ১৮ এপ্রিল ঢাকায় এসেছে ছয় লাখ ৬৭ হাজার ৭৮৩টি সিম, ১৯ এপ্রিল ছয় লাখ ৩২ হাজার ৫২২টি সিম, ২০ এপ্রিল ছয় লাখ পাঁচ হাজার ৫৯৭টি, ২১ এপ্রিল চার লাখ ৮৫ হাজার ৭০৮টি এবং ২২ এপ্রিল তিন লাখ ৯৯ হাজার ১৮১টি সিম।

মোট ২৭ লাখ ৯০ হাজার ৭৯১টি সিম পাঁচ দিনে ঢাকায় এসেছে। ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেআর/এএ/এফএ

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা