বীর মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন আহমেদ স্মরণে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ওসমান উদ্দিন আহমেদ খালেদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চেতনায় শাহবাজপুর সংগঠনের আয়োজনে সোমবার বিকালে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের মুক্তাঙ্গনে সংগঠন সভাপতি সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রোকনউদ্দিন জামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ।
অতিথি ছিলেন- সৈয়দ তানভীর আহমেদ কাউসার, শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শাহ মো. কাইয়ুম, সমাজসেবক দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আহমেদ মুত্তাকীন, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার শওকত আলী প্রমুখ।
বক্তারা প্রয়াত খালেদের স্মৃতিচারণ করতে গিয়ে সামাজিক ন্যায়বিচারসহ তার বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
উল্লেখ্য, ওসমান উদ্দিন খালেদ একজন বিশিষ্ট ক্রীড়াবিদও ছিলেন।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

মন্তব্য করুন