মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেল শিশুটি​

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১১:১২| আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:২২
অ- অ+
সিনথিয়া (৫)।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে পোনা নদীতে পড়ে সিনথিয়া (৫) নামের একটি শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সে কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মো. কাওসার খানের মেয়ে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে কোনো এক সময়ে নদীতে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে স্রোত থাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাত ১২টায় উদ্ধার অভিযান শেষ করেন কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ জানান, ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। রাতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেন। রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা