বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহর ফেরা নিয়ে যা বললেন সুজন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের ফেরার সুযোগ খুব একটা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ সুজন।
মাহমুদুল্লাহকে নিয়ে সুজনের এমন বক্তব্যের যুক্তি আছে। কারণ নির্বাচকরা বলেছিলেন, বিকল্প তৈরি করতে জুনিয়র খেলোয়াড়দের সুযোগ দিতেই জাতীয় দলের বাইরে রাখা হয়েছে অভিজ্ঞ এ খেলোয়াড়কে।
জাতীয় দলের টিম ডিরেক্টর সুজনের মতে, টিম ম্যানেজমেন্ট যদি বিশ্বকাপের জন্য তাকে পরিকল্পনায় রাখতো তাহলে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের খেলা সিরিজের দলে থাকতো মাহমুদুল্লাহ।
আজ সুজন বলেন, ‘অবশ্যই আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাহমুদুল্লাহ। অতীতে আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়েছে সে। সত্যি কথা বলতে, যেহেতু সে জাতীয় দলে নেই এজন্য তাকে বিশ্বকাপ দলে দেখছি না আমি। যদি সে বিশ্বকাপ দলের পরিকল্পনায় থাকতো তাহলে বাংলাদেশ এখন যে সিরিজ খেলছে সেই দলে সে থাকতো। কেননা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে।’
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমএম)

মন্তব্য করুন