সাতক্ষীরায় কৃষকের স্বপ্নের ধান আগুনে পুড়ে ছাই

সাতক্ষীরার কলারোয়ায় কৃষকের স্বপ্নের ধান পুড়িয়ে দিয়েছে কে বা কারা। আগের দিনে কেটে রাখা এক বিঘা জমির স্তুপীকৃত ধান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের দাকোপ বিলের মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম গোলাম হোসেন (৫৫)। উপজেলার ব্রজবাকসা গ্রামের এই কৃষক একজন বর্গা চাষি।
সরেজমিনে ঘুরে এসে হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা জানান, গোলাম হোসেন একজন অস্বচ্ছল কৃষক। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। এবার তিনি বর্গা নিয়ে এক বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ধান ফলেছিলও খুব ভালো। মাঠে ধান কাটা ও সাজানো শেষ। শনিবার সকালে কাটা ধান ঘরে তোলার কথা ছিল। কিন্তু তার আগেই তার সকল স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। তিনটি স্তূপে সাজানো ধান রাতের আঁধারে আগুন দিয়ে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। পোড়া ধানের মধ্য থেকে শনিবার সকালেও ধোঁয়া বের হচ্ছিল।
স্থানীয় কৃষকরা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে এটি ঘটানো হতে পারে। মাঠে প্রত্যক্ষদর্শী সকল কৃষক এ বর্বর ঘটনার বিচার দাবি করেন। সেইসাথে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তাদের ভাষ্য মতে, এক বিঘা জমিতে ২০ থেকে ২২ মণ ধান পাওয়ার কথা। যা কৃষকের সারা বছরের ভাতের জোগান দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, তিনি বিষয়টি
জেনেছেন। ঘটনাটি অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি কৃষি প্রণোদনাসহ সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

মন্তব্য করুন