টেকনাফে দুজনকে কুপিয়ে জখম করে অপর দুই কৃষককে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:১৬

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজে কাজ করার সময় দুজন কৃষককে কুপিয়ে জখম ও অপর দুজনকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।

অপহরণের শিকার দুজন হলেন—ওই ওয়ার্ডের জাহাজপুরার বাসিন্দা বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও মো. সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৯)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। সন্ত্রাসীদের মারধর ও অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা দুই সহোদর আব্দুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৭)।

ভুক্তভোগী পরিবার ও আহত ব্যক্তিদের বরাত দিয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজ সকালে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে যান তারা চারজন।

এ সময় কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের ঘিরে ধরে অপহরণের চেষ্টা করলে তাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা দুজনকে কুপিয়ে জখম করে এবং অপর দুজনকে অস্ত্রের মুখে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।

আহত ব্যক্তিরা জানিয়েছেন, সন্ত্রাসীরা সবাই মুখোশ পরা অবস্থায় ছিল। তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। কোনোরকমে তারা দুজনে পালিয়ে আসতে পারলেও রহিম উদ্দিন ও রিদুয়ানকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। ধারালো অস্ত্রের কোপে আব্দুল আমিন মাথায় ও আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইউপি সদস্য রফিকুল ইসলাম আরও বলেন, অপহৃত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সন্ত্রাসীরা পরিবারের কাছে দুপুর পর্যন্ত ফোন করে মুক্তিপণ দাবি করেনি। গত কয়েক মাস ধরে এই এলাকার বিভিন্ন স্থান থেকে লোকজন অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছে পাহাড়ি সন্ত্রাসীরা। এতে পাহাড়ের পার্শ্ববর্তী বসবাসরত লোকজন খুবই আতঙ্কে বসবাস করছেন ।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা তাকে কেউ অবহিত করেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নগরকান্দায় হিট স্ট্রোকে প্রাণ গেল হোটেল ব্যবসায়ীর

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

এই বিভাগের সব খবর

শিরোনাম :