দ‌ক্ষি‌ণ সি‌টি‌তে দখলমুক্ত জায়গার আর্থিক মূল‌্য প্রায় ১৫০০ কো‌টি টাকা: মেয়র তাপস

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০২৩, ১৪:৫৬ | প্রকাশিত : ০৩ মে ২০২৩, ১৩:৫৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) এলাকায় দখলমুক্ত করা জায়গার আর্থিক মূল্য প্রায় ১৫০০ ‌কো‌টি টাকা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাদসিক মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে রাজধানীর কলাবাগানে মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ভবন উদ্বোধন ও শহীদ শামছুন্নেছা আরজু মণি শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন।

রাজধানী‌তে মা‌ঝেম‌ধ্যেই অগ্নিকা‌ণ্ড ঘট‌ছে। এসব দু‌র্যোগ মোকা‌বেলায় পা‌নির জন‌্য ‌কী ধর‌নের ব‌্যবস্থা গ্রহণ করা হ‌চ্ছে- এমন প্রশ্নের জবা‌বে মেয়র তাপস ব‌লেন, ‘দু‌র্যোগ মোকা‌বেলায় গতকালও আমরা সভা ক‌রে‌ছি। ক‌মি‌টি গঠন ক‌রে দি‌য়ে‌ছি এবং আমরা প্রশিক্ষণ ও মহড়া‌কে বে‌শি প্রাধান‌্য দি‌চ্ছি। এর প্রেক্ষি‌তে ঢাকা শহ‌রে যতটুকু উন্মুক্ত পা‌নির আধার র‌য়ে‌ছে সেগু‌লো‌কে আমরা সংরক্ষণ এবং প‌রিচালনা ও রক্ষণাবেক্ষ‌ণের উদ্যোগ হা‌তে নি‌য়ে‌ছি।’

তিনি বলেন, ‘আমরা আদি বু‌ড়িগঙ্গা পুনর্খনন ক‌রে‌ছি যেখা‌নে পা‌নি ছি‌লই না। এগু‌লো পু‌রো ভরাট হ‌য়ে‌ ছিল। আমরা আশা কর‌ছি, এই বর্ষার মৌসু‌মে সেখা‌নে পা‌নি‌তে টইটুম্বর হ‌বে। শুধু নান্দ‌নিকতা নয় সাম‌গ্রিকভা‌বে সেখা‌নে পা‌নির আধার সৃষ্টি হ‌লে আশপা‌শের যে ঢাকাবাসী তারা কিন্তু উপকৃত হ‌বে।’

এভা‌বে প্রত্যেকটা জলাশয়, খাল, পুকুর দখলমুক্ত করা হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমা‌দের পুরান ঢাকায় বেশ কিছু পুরাতন পুকুর র‌য়ে‌ছে, যেগু‌লো বি‌ভিন্নভা‌বে দখলের পাঁয়তারা র‌য়ে‌ছে, সেগু‌লোকেও এখন আমরা দখলমুক্ত এবং সংরক্ষণ কর‌ব, যা‌তে ক‌রে পা‌নির আধার হি‌সে‌বে সেগু‌লো‌কে ব‌্যবহার করা যায়।’

সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আপনারা জানেন, তিন বছর হ‌তে চল‌ল আমরা এখন পর্যন্ত যতটুকু দখলমুক্ত ক‌রে‌ছি এটার য‌দি আর্থিক হিসাব নেন তাহ‌লে তার মূল‌্য প্রায় ১৫০০ কো‌টি টাকা আসে।’

এত পরিমাণ জায়গা এখন পর্যন্ত কেউ দখলমুক্ত কর‌তে পা‌রে‌নি উল্লেখ করে তিনি বলেন, ‘আরও জায়গা‌ দখ‌লে আছে, যত‌দিন আছি আশা ক‌রি দখলমুক্ত ক‌রে যা‌ব।’ এসময় সাম‌নের বর্ষা মৌসু‌মে জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ১৩৬টি জায়গায় অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়েছে ব‌লেও জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

(ঢাকাটাইমস/০৩‌মে/কেআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :