‘রাজউক বিল্ডিং কোডের সঙ্গে অগ্নি নির্বাপণ আইন সাংঘর্ষিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০২৩, ১৮:২২ | প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৮:০৪

রাজউক বিল্ডিং কোডের সঙ্গে অগ্নি নির্বাপণ আইন সাংঘর্ষিক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বলেন, ‘রাজউক বিল্ডিং কোডের সঙ্গে অগ্নি নির্বাপণ আইন সাংঘর্ষিক। এটিও সংস্কার করা জরুরি। ফায়ার সার্ভিস ছয়তলার ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলে। কিন্তু রাজউক ১০ ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলে। এই তথ্যটি সংস্কার করতে হবে। রাজউক কোনো ভবন তৈরিতে নিষেধাজ্ঞা দেয়নি। ২০২২ সালে যে আইনটি পাস হয়েছে সেটি এরই মধ্যে পুরাতন হয়ে গেছে। বিএমডিসি কোড আমাদের মডিফাই করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাপরিচালক এসব বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

দেশে বেশিরভাগ আগুনের উৎস বৈদ্যুতিক শর্ট সার্কিট, সিগারেট ও কয়েল বলে জানিয়ে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বলেন, ‘আমার ফায়ার সার্ভিসের চাকরিজীবনের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, বৈদুতিক শর্ট সার্কিট, সিগারেট ও কয়েলের আগুনেই বেশিরভাগ আগুন লাগে। আমরা ব্যক্তিগতভাবে সচেতন হলে আগুন থেকে দেশকে রক্ষা করতে পারব। এক্ষেত্রে আমদেরকে অগ্নি নির্বাপণের জন্য প্রতি ১০০ টাকা থেকে দুই টাকা ব্যবহার করতে হবে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আমরা যদি একটু সচেতন হই। বিল্ডিংয়ে আগুন নেভানোর সরঞ্জাম আছে কিনা, থাকলে সেটা ব্যবহার করার জন্য লোক আছে কিনা, তারা কতটুকু পারবে এসব দেখভাল করা উচিত। তাহলেই আমরা আগুন লাগার ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে পারব।’

কোথাও অগ্নিদুর্ঘটনা ঘটলে এত পরিমাণে উৎসুক মানুষ জনতার ভিড় এবং পর‌্যাপ্ত পানির অভাবে আগুন নেভাতে দেরি হয় বলে উল্লেখ করেন তিনি।

মহাপরিচালক বলেন, ‘অগ্নি নির্বাপণ আইন- ২০০৩ অনুযায়ী আমরা নোটিশ ও মামলা দিতে পারি। এই আইনের আদলে সর্বোচ্চ সাজা তিন বছর। এটিকে অবশ্যই সংস্কার করার প্রয়োজন রয়েছে, দ্রুতই এটি করার উদ্যোগ নেওয়া হবে।’

উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের আতিরিক্ত কোনো সুবিধা আছে কি না জানতে চাইলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আমাদের বাইরে প্রতিটি কর্মচারীদের জন্য সরকারি যে সুবিধা আছে বাইরে কিছু দিতে পারি না। তবে কোনো উদ্ধারকাজে অংশ নিয়ে কেউ আহত হলে মহাপরিচালক কর্তৃক তাদের শুভেচ্ছা উপহার ও যতসামান্য সুবিধা দিয়ে থাকি।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য হাসপাতাল চালুর বিষয়ে তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে হাসপাতাল চালু হবে ইনশাআল্লাহ।’

বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলাকারীদের আইনের আওতায় আনার বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এ ঘটনায় আমরা মামলা করেছি, ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করাও হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মাইন উদ্দিন বলেন, ‘বঙ্গবাজারে আগুন লাগার দিনে ফায়ারের সদর দপ্তরে হামলায় ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, যার একেকটির দাম প্রায় আট কোটি টাকা। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এগুলো রাষ্ট্রীয় সম্পদ। কোন কারণে, কী উদ্দেশে এগুলোর ওপর হামলা করা হলো এটা আমার বোধগম্য নয়। ফায়ার সার্ভিসের কর্মচারীরা আপনাদের জন্য জীবন দেয়। সর্বোচ্চ চেষ্টা করে মানুষের জান মাল রক্ষা করার জন্য।’

ফায়ার সার্ভিসের প্রধান বলেন, ‘আমাদের রেসপন্স টাইম ৩০ সেকেন্ড। ফায়ার সার্ভিস অফিসগুলোতে একটা জরুরি অ্যালার্ম আছে, যেটাকে পাগলা ঘণ্টা বলা হয়। এটি বাজলে কর্মীরা যে যেই অবস্থায় আছে ওই অবস্থাতেই ৩০ সেকেন্ডের ভেতরে গাড়িতে আসতে হয়। কোনোভাবে কেউ মিস করলে তাকে শাস্তির আওতায় আনা হয়। এরপর আছে ট্রাভেল টাইম। কতোক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে হবে সেটিও খেয়াল রাখতে হবে।

‘ভবন ব্যবহারকারীদের অসচেতনতাই অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে বিরোধীদল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোরছালীন বাবলা, সাংবাদিক সবুজ ইউনুস ও সাংবাদিক ফারাবী হাফিজ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০৪মে/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :