রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক হত্যা মামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১৯:৩০

রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাকিবুল হাসান (১৬), আকাশ সরকার (১৯), রামপ্রসাদ সরকার, বিজয় সরকার (১৮), বাদল সরকার (১৮), উভয় সাং- হাটবনগ্রাম, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্কুলশিক্ষককে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জেলার পাংশা থানার কলিমোহর ইউনিয়নের হাটবনগ্রামের শাকিবুল হাসান, আকাশ সরকার, রাম প্রসাদ সরকার, বিজয় কুমার সরকার, বাদল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ সময় তাদের কাছে থাকা একটি দেশীয় একনালা বন্দুক ও ২পিস কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে মামলাটি তদন্ত সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করবেন।

সংবাদ সম্মেলনে- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ মো. সাঈদুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল হোসেনডাঙ্গা বাজারে তার সারের দোকানের হালখাতা রাত সাড়ে ৯টার সময় ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বলাই বিশ্বাসের বাড়ির সামনে রাস্তা ভাঙ্গা থাকায় মোটরসাইকেলের গতি কমালে আগে থেকেই ওৎ পেতে থাকা আনুমানিক ০৮/১০ জন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার গতিরোধ করে। তার নিকটে টাকা না পেয়ে ছিনতাইকারীরা মিজানুরের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মিজানুর রহমানের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৫মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :