বগুড়ায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে নিখোঁজের ২৬ ঘন্টা পর আল মায়েদা আক্তার রজনী (৮) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন পরিত্যক্ত জঙ্গল ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত আল মায়েদা আক্তার রজনী এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের গাজীউর রহমান তালুকদারের মেয়ে। সে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আল মায়েদা আক্তার রজনী বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে এলাঙ্গী বাজারের উদ্দেশে বের হয়। বিকেল ৫টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার দুপুরের দিকে শিশুটির বাবা ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে শুক্রবার সন্ধ্যার দিকে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন পরিত্যক্ত জঙ্গলের ভেতরে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। শিশুটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশু মায়েদা আক্তার রজনীকে হত্যা করা হয়েছে। (ঢাকাটাইমস/০৬মে/এসএম)

মন্তব্য করুন