অল্পের জন্য রক্ষা পেল ইজিবাইকের তিন যাত্রী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৩, ১২:০৫| আপডেট : ০৭ মে ২০২৩, ১২:০৮
অ- অ+

মাদারীপুর-কালকিনি সড়কের ডাসার উপজেলার সনমান্দি এলাকায় বাসের ধাক্কায় উল্টে গিয়েও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইজিবাইকে থাকা তিনজন। তবে মাদারীপুর পরিবহন নামক ওই বাসটি খাদে পড়ে গেলেও এতে কোন যাত্রী ছিল না।

শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর পরিবহন নামক একটি বাস সনমান্দি এলাকায় এতে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে বাসটিও খাদে পড়ে যায়। তবে বাসে কোন যাত্রী ছিল না।

এছাড়া ইজিবাইকে থাকা দুই যাত্রী ও চালক আহত হয়েছেন। পরে স্থানীয়রা ইজিবাইকের যাত্রী ও চালককে উদ্ধার করে মাদারীপুর ও কালকিনি হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন: প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফুটবলারের আত্মহত্যা

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, বাস ও ইজিবাইক দুটো পরিবহনেরই ক্ষতি হয়েছে। তবে বাসে যাত্রী না থাকায় খাদে পড়েও বড় ক্ষতি হয়নি। আর ইজিবাইকের তিনজন আহত হয়েছেন। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।

(ঢাকাটাইমস/০৭মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা