মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
আটক রিপন ওরফে স্বপন মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: 'মোখা' মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘আজ বিকাল ৬ টার দিকে উপ-পরিদর্শক রিপন নাগ অভিযান চালিয়ে বেউথা এলাকার দিশারী স্কুলের সামনে থেকে ২০ গ্রাম হেরোইনসহ রিপনকে আটক করে। উদ্ধার ২০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।’
(ঢাকাটাইমস/১৩মে/এসএম)

মন্তব্য করুন