ঢাকা টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাব ডিজির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১৮:২৭| আপডেট : ১৪ মে ২০২৩, ১৯:১৮
অ- অ+

পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

রবিবার বিকালে ঢাকা টাইমস কার্যালয়ে এসে র‌্যাব ডিজির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

এ সময় ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক দিদার মালেকী, যুগ্ম বার্তা সম্পাদক রেজাউল করিম হীরা, সহকারী বার্তা সম্পাদক কাজী মুস্তাফিজ, আনিসুর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক রুদ্র রাসেল, সিরাজুম সালেকীন, নিজস্ব প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন, মফস্বল সম্পাদক সাদিয়া আকতার, সহ-সম্পাদক মুকুল মুর্শেদ, সাইখ আল তমাল, নিজস্ব প্রতিবেদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম উপস্থিত ছিলেন।

‘কঠিনের সহজ প্রকাশ’ অঙ্গীকার নিয়ে এক দশক পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম। ২৪ ঘণ্টা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এ দীর্ঘ যাত্রায় পাঠকের আস্থাস্থলে পরিণত হয়েছে মূলধারার এই গণমাধ্যমটি। ভবিষ্যতেও গণমুখী সাংবাদিকতার পথ থেকে সরে না আসার প্রত্যয় রাখেন ঢাকা টাইমসের কর্মীরা।

এদিন ঢাকা টাইমসের জন্মদিনে শুভেচ্ছা জানান পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ দেশে-বিদেশে অগণিত সুহৃদ-সহযাত্রী। এ উপলক্ষ্যে রাজধানীর ৪৪, ইস্কাটন গার্ডেনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কেটে ঘরোয়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঢাকা টাইমস প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান দোলন।

উল্লেখ্য, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের ১১তম জন্মদিন ছিল রবিবার। আত্মপ্রকাশের ১০ বছর পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করল পাঠকপ্রিয় এই সংবাদমাধ্যম। ২০১৩ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মূলধারার এই গণমাধ্যম প্রতিষ্ঠান।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঢাকা টাইমস অল্পসময়ে হয়েছে পাঠকনন্দিত। এক দশকের যাত্রায় গণমাধ্যম প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়েছে পাঠকের চাহিদাকে। দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে পাঠকদের আস্থাস্থলে পরিণত হয়েছে ঢাকা টাইমস। ভবিষ্যতেও গণমুখী সাংবাদিকতার পথ থেকে সরে না আসার প্রত্যয় জানিয়েছে ঢাকা টাইমস পরিবার।

ঢাকা টাইমস প্রকাশনার আগে সম্পাদক আরিফুর রহমান দোলন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক, আমাদের সময়ের উপসম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং বাংলাভিশনে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১৪মে/আরকেএইচ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা