শেরপুরে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৩, ২১:২৭| আপডেট : ১৫ মে ২০২৩, ১৬:২৭
অ- অ+

শেরপুরে সদর উপজেলার বিভিন্ন হাট বাজারে নির্বাচনী গণসংযোগ, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।

সোমবার (৮ মে) সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীদের নিয়েে এ গণসংযোগ করেন এবং অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন তিনি।

গণসংযোগকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি শ্যামলী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপার ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সদর উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে এই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করে দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।

এ সময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী নাহিদ রহমান জুলি, লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ-এমপিভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বাণিজ্য, বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা