বাউফলে বিদ্যালয়ের পাশে মুরগির খামার, বিষ্ঠার গন্ধে পাঠদান ব্যাহত

কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী), ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২৩, ১৫:১৮

পটুয়াখালীর বাউফল উপজেলার ৩১নং মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় হালিম আকন নামে প্রভাবশালী এক ব্যক্তির পোল্টি খামারের বিষ্ঠার গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া বর্জের গন্ধের কারণে শিশু শিক্ষার্থীদের মধ্যে নানা রোগের উপসর্গ দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে খামারের মালিককে বাবার জানালেও কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়া এর প্রতিকার চেয়ে সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিবাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে ৩১নং মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের দক্ষিণ পাশে হালিম আকন নামে এক ব্যক্তি পোল্ট্রি মুরগির খামার গড়ে তোলেছেন। কিন্তু খামারের বর্জ অপসারণের কোনও ব্যবস্থা না থাকায় বিষ্ঠার গন্ধে ব্যাহত হচ্ছে স্কুলের পাঠদান।

এছাড়া বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নানা রোগের উপসর্গও দেখা দিয়েছে। ফলে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিবাবকরা হালিম আকনকে জানালেও তিনি পোল্ট্রি খামারের বর্জ অপসানের কোনও ব্যবস্থা নেননি।

অভিযোগ রয়েছে, পোল্ট্রি খামারের মালিক হালিম আকনের বড় ভাই ছিলেন এর আগে কমিটির সভাপতি। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেনও তার চাচা। এই প্রভাবের কারণেই খামারটি অপসারণ হচ্ছে না। বিদ্যালয়ের অভিবাবক মো. কুদ্দস বয়াতি ঢাকাটাইমসকে বলেন, ‘পোল্ট্রির বর্জের গন্ধে শিক্ষার্থীদের পাঠদানে কোনও পরিবেশ নাই। আমরা দ্রুত সময়ের মধ্যে পোল্ট্রি খামার অপসারণ অথবা খামারের বর্জ সঠিক নিয়মে অপসারণের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘কমিটি সম্প্রতি গঠন হয়েছে। এখন পর্যন্ত একটি মিটিং পর্যন্ত হয়নি। আমরা প্রথম মিটিং ডেকেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

খামারটির কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘এ বিষয়ে খামারের মালিককে অনেকবার বলা হয়েছে। তিনি এটি আমলেই নেননি।’

এ বিষয়ে বক্তব্য জানার জন্য খামারের মালিক হালিম আকনের মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: মেয়ের শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে মারধরের শিকার বাবা-মা

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন ঢাকাটাইমসকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :