চাঁপাইনবাবগঞ্জের ৮ লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০২৩, ১০:৪০

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গ্রীন ভিউ স্কুল এলাকা থেকে প্রায় ৮ লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে জেলার পৌর এলাকার নেয়ামত নগর এলাকার গ্রীণ ভিউ স্কুলের দক্ষিণে এবং তরিকুল নার্সারীর উত্তরে পাঁকা রাস্তার পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর পারদিলালপুর গ্রামের আজাহার আলীর ছেলে বশির উদ্দীন (৪৯)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা ভারতীয় জাল রুপি, বাংলাদেশেরর নগদ ১২ হাজার ৬০ টাকা, মোবাইল সীমকার্ড ও জালরুপি তৈরির গামসহ এ চক্রের মূলহোতা বশির উদ্দীনকে আটক করা হয়।

প্রাথমকি জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সঙ্গে জড়িত। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার একটি নির্জন বাসায় তিনি এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নামে আগে এ সংক্রান্ত আরও ৩টি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন: শস্য ভান্ডার যেন কাঁঠালের রাজ্য

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/১৯মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :