ভ্লাহোভিচকে কিনতে চেলসির ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

ক্রীড়া ডেস্ক
ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১৬:৩৩
অ- অ+

চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন জুভেন্টাসের সার্বিয়ান তারকা ফুটবলার ডুসান ভ্লাহোভিচ। তাই এবারের গ্রীষ্মে বিভিন্ন ক্লাবের আগ্রহের তালিকায় রয়েছেন তিনি। তবে চেলসির আগ্রহটা একটু বেশিই। জুভেন্টাসের এই স্ট্রাইকারকে দলে নিতে ৮০ মিলিয়ন ইউরো প্রস্তুাব করেছে চেলসি। ক্লাবের একটি সূত্র ইএসপিএন’কে নিশ্চিত করেছে।

২৩ বছর বয়সী ভ্লাহোভিচ ২০২২ সালের জানুয়ারিতে ৮১.৬ মিলিয় ইউরোতে ফিওরেন্টিনা থেকে তুরিনে এসেছিলেন। এখনো তার সাথে তিন বছরের চুক্তির মেয়াদ বাকি রয়েছে।

সব ধরনের প্রতিযোগিতায় জুভদের হয়ে ভ্লাহোভিচ ৬২ ম্যাচে ২৩ গোল করেছেন। কিন্তু কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির রক্ষণাত্মক কৌশলের কাছে তিনি জুভেন্টাসে থিতু হতে পারেননি।

জুভেন্টাসে অখুশী সার্বিয়ান তারকা ভ্লাহোভিচকে দলে নেবার সুযোগ তাই হারাতে চায়না চেলসি। ফিওরেন্টিনায় থাকাকালীনই তার প্রতি আগ্রহ ছিল চেলসির। যদিও সবকিছুই নির্ভর করছে জুভেন্টাসের ওপর।

স্ট্যামফোর্ড ব্রীজে আসার ব্যপারে ভ্লাহোভিচও আগ্রহী। তবে তাকে দলে পেতে বায়ার্ন মিউনিখ ও এ্যাথলেটিকো মাদ্রিদও আগ্রহ প্রকাশ করেছে।

(ঢাকাটাইমস/২৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা