বিশ্বকাপ বাছাই পর্বের সূচি প্রকাশ করল আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১৮:০৭
অ- অ+

চলতি মাসে অক্টোবরে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাছাইপর্বে অংশ নেবে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। আর এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাছাইপর্ব চলবে ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত।

স্বাগতিক জিম্বাবুয়ে-নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সূচি চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাছাই পর্বে অংশ নিবে মোট ১০টি দল। গ্রুপ-এ’তে আছে- ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে আছে- শ্রীলংকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আসরের প্রথম দিনই দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। আরেক ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।

(ঢাকাটাইমস/২৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা