বিশ্বকাপ বাছাই পর্বের সূচি প্রকাশ করল আইসিসি

চলতি মাসে অক্টোবরে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এর আগে বাছাইপর্বে অংশ নেবে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। আর এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাছাইপর্ব চলবে ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত।
স্বাগতিক জিম্বাবুয়ে-নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সূচি চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাছাই পর্বে অংশ নিবে মোট ১০টি দল। গ্রুপ-এ’তে আছে- ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে আছে- শ্রীলংকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আসরের প্রথম দিনই দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। আরেক ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।
(ঢাকাটাইমস/২৩মে/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

পর্তুগাল দলে প্রথমবার ডাক পেলেন ডিফেন্ডার টোটি

ফুটবলে উত্তেজনা ফেরাল আবাহনী-মোহামেডান

১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা মোহামেডানের

৪-৪ গোলে সমতা, টাইব্রেকারে আবাহনী-মোহামেডান ম্যাচ

৯০ মিনিটে ৩-৩, অতিরিক্ত সময়ে আবাহনী-মোহামেডান ম্যাচ

নাপোলিকে শিরোপা জিতিয়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা স্পালেত্তির

ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি রোমা-সেভিয়া

২৬ সদস্যের দল ঘোষণা ইতালির

উত্তেজনা ছড়ানো ফাইনালে গুজরাটকে হারিয়ে পঞ্চম শিরোপা চেন্নাইয়ের
