রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল ঢালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম শুক্কুর আলী (৬৫)। তিনি ধামাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিহত শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় শুক্কুর আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: ফলপ্রসূ আলোচনায় শেষ হলো বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্মেলন
গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, নিহতের স্বজনেরা ঘটনাস্থল থেকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ নিয়ে গেছেন।
(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

মন্তব্য করুন