ঢাবির বঙ্গবন্ধু হলের পুকুরপাড়ে পড়ে আছে ৪ ‘গলাকাটা’ বিড়ালছানা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১৪:৩৮| আপডেট : ৩০ মে ২০২৩, ১৬:৪০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরপাড়ে জসিম উদ্দিন হল মাঠ সংলগ্ন স্থানে চারটি বিড়ালছানাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

সরেজমিনে শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, বিড়ালছানাগুলোর গলায় ক্ষত। রক্ত জমে শুকিয়ে গেছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

আমিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী দুটি ছবি সংযুক্ত করে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি গ্রুপে পোস্ট দিয়েছেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি বিড়াল গভীর রাতে মৃত ছানাগুলোর পাশে বসে আছে।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বিড়ালছানাগুলোর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।

শিক্ষার্থী আমিরুল ইসলাম লিখেছেন, ‘কোথায় গেল আজ মানবতা নামের সেই গুণটি যা মানুষকে অন্য প্রাণি থেকে আলাদা করেছে? চারটি বিড়ালছানা জবাই করে পুকুর পাড়ে রেখে গেল! মা বিড়ালটি এসে রাত ৪টায়ও নিজেকে সামলে নিতে পারছে না বলে বার বার এসে তার মৃত ছানাদের পাশে অঝোরে কান্না করছে! এ কেমন সাইকো? কী অপরাধ ছিল এই নিষ্পাপ প্রাণির?’

রিফাত হোসেন নামের এক শিক্ষার্থী ওই লেখাটিতে মন্তব্য করেছেন, ‘আমরা মানুষ নামে অমানুষ তৈরি হচ্ছি প্রতিনিয়ত। সৃষ্টির সেরা জীব আমরা অথচ আমাদের ব্যবহার কী নিষ্ঠুর! কি অদ্ভুত!’

অনেক শিক্ষার্থী ঘটনাটি যিনি ঘটিয়েছেন তাকে খুঁজে বের করে বিচারের দাবি করেছেন।

(ঢাকাটাইমস/২৬মে/এসকে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা