টানা চতুর্থ শিরোপা জিতে বসুন্ধরা কিংসের ইতিহাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের একমাত্র ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর। ১০ গোলের এই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জেতার রেকর্ড গড়ল বসুন্ধরা কিংস। স্বাধীনতা পরবর্তী যুগে এই কীর্তি গড়তে পারেননি কোনো ক্লাব।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে বসুন্ধরা কিংসের সংগ্রহ সর্বোচ্চ ৪৬ পয়েন্ট। এখন বাকি রয়েছে তিনটি ম্যাচ। শেষের সবকটি ম্যাচে হারলেও দ্বিতীয়স্থানে থাকা আবাহনী লিমিটেড তাদের অতিক্রম করতে পারবে না। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আবাহনী। আর তিনে থাকা মোহামেডানের সংগ্রহ ২৩ পয়েন্ট।
১৯৮৩-৮৫ সাল পর্যন্ত টানা তিনবার জেতে আবাহনী। ১৯৮৬ থেকে ৮৮-৮৯ পর্যন্ত টানা তিন লিগ ঘরে তোলে মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর প্রথম তিনবার চ্যাম্পিয়ন আবাহনী। তবে কোনো দলই পারেনি টানা চারটি লিগ জিততে। এবার সেই কীর্তি প্রথমবার গড়ল কিংস।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদলই। সেই সুবাদে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দোরিয়েলটনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ২৬তম ও ৩৮তম মিনিটে গোল করে লিড নেয় শেখ রাসেল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রবিনহো ও শেখ মোরসালিন একটি করে গোল করলে ৩-২ গোলে এগিয়ে যায় বসুন্ধরা।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরও একটি গোল পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৫তম মিনিটে আসে আরও একটি গোল। দুটি গোলই করেন দোরিয়েল্টন। পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬৯তম মিনিটে ব্যবধান কমান কেনাথ। কিন্তু ৭৬তম মিনিটে নিজের চতুর্থ ও দলের পক্ষে ষষ্ঠ গোল করেন জয় প্রায় নিশ্চিত করে ফেলেন দোরিয়েল্টন। শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করেন শেখ রাসেল।
(ঢাকাটাইমস/২৬মে/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বিসিবির কোন সে পরিচালক? কাকে ইঙ্গিত করলেন তামিম ইকবাল?

বিস্ফোরক তামিম ইকবাল: বললেন, ‘আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই পরিকল্পিত’

বিশ্বকাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

তামিম ইকবালের সঙ্গে অন্যায় হলো কী-না!

মুখ খুললেন তামিম ইকবাল, দেবেন ভিডিও বার্তা

সাকিবের আবদার মেনেই শেষমেশ তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত?

মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা, নেই তামিম

সিরিজ হেরে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ

তামিমকে বিশ্বকাপ দলে রাখলে খেলবেন না সাকিব? সত্যিই কি এমন শর্ত তাঁর? কেন?
