পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তানে তুষারধস, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মে ২০২৩, ২০:২৭ | প্রকাশিত : ২৭ মে ২০২৩, ২০:২৫

পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তানের (জি-বি) আস্তোর জেলার শান্টার টপে শনিবার তুষারধসে কমপক্ষে ১০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উদ্ধার তৎপরতা সহজতর করতে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে লোকদের উদ্ধারের জন্য জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় যাযাবররা ক্ষতিগ্রস্ত।

রাজ্যের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ মানুষের ক্ষতির জন্য শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ‘দুর্গত লোকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের’ নির্দেশ দিয়েছেন।

জানুয়ারিতে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পার্বত্য আপার দির জেলার আশেরি দারা এলাকায় তুষারধসে অন্তত চারজন নিহত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এলাকার বাসিন্দারা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, গাছ থেকে কাঠ কাটতে গিয়ে তুষারধসে একজন ব্যক্তি ও তার ছেলেসহ চারজন নিহত হয়েছেন। তারা তুষারপাতে চাপা পড়েছিল এবং ঠাণ্ডার কারণে তাদের সবাই মারা গিয়েছিল।

(ঢাকাটাইমস/২৭মে/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :