ফ্রান্সে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়াও চলমান কান চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আগত কলাকুশলী, চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্র অনুরাগী বিভিন্ন পর্যায়ের ব্যক্তি-বর্গ এই অনুষ্ঠানে যোগ দেন।
এদিন অপরাহ্নে রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তালহা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। দূতাবাসের নিয়মিত আয়োজনে কিছুটা ভিন্নমাত্রা যোগ করে পবিত্র ত্রিপিটক পাঠ করেন কানাডা হতে আগত ভিক্ষু এবং জাতিসংঘের সিভিলিটি এম্বাস্যাডর ডঃ শরণাপাল। পরবর্তিতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন এবং আলোচনা অনুষ্ঠানে আলোচকগণ জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অগ্রগামী ভূমিকা ও দূরদর্শী নেতৃত্বের বিষয়ে আলোকপাত করেন।
রাষ্ট্রদূত তালহা তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তিতে জাতির পিতার সংগ্রাম এবং ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতির পিতার গৌরবময় জীবনের উপর আলোকপাত করেন এবং একটি সদ্য স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি ও বহিঃসম্পর্কের রূপরেখা প্রণয়নে তাঁর দূরদর্শিতার কথা গুরুত্বের সাথে উপস্থাপন করে।। এসময় তিনি জুলিও কুরি শান্তি পদক প্রাপ্ত অন্যান্য বিশ্বনেতাদের নাম উল্লেখ করেন এবং এই পদক প্রাপ্তিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রগামী ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ সহ সভাপতি ও ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরি সেলিম, ফ্রান্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন কয়েছ, সংবাদ প্রতিদিন সম্পাদক রিমন মাহফুজ।
(ঢাকাটাইমস/২৭মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

২০৩৭ সালে ২০তম অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনারে প্রধানমন্ত্রী

জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নোট লিখে ঘর ছাড়ল কিশোর হামজা, লন্ডনের বাঙালি কমিউনিটিতে আতঙ্ক

সুইডেন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবিরকে অব্যাহতি

সুইডেন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিভক্তি

লিসবনে প্রবাসীদের সঙ্গে পর্তুগিজ ইয়ং সোশ্যালিস্ট পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের করণীয় শীর্ষক সভা ডেনমার্ক আওয়ামী লীগের

ডেনমার্কে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভা শনিবার

ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কাম্পানীয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
