আদাবরে আটতলা ভবনের বেজমেন্টের আগুন নিভেছে

রাজধানীর আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে লাগা আগুন নির্বাপণ হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ভবনের দ্বিতীয় তলা থেকে ৩ জনকে (২ জন নারী ১ জন পুরুষ ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এর আগে রবিবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।
সেসময় ফায়ার সার্ভিস জানায়, আদাবরের ১০ নম্বর সড়কের ৭১২/১৭৮ নম্বর ভবনের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ারের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৮মে/কেআর)

মন্তব্য করুন