বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: এ.কে. আজাদ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২৩, ২০:১৯

রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে আজাদ।

রবিবার বিকাল ৪টায় শহরের ব্রাহ্মসমাজ সড়কে পৌর আওয়ামী লীগের আয়োজনে দেশব্যাপী বিএনপি জামাতের ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ.কে আজাদ এসব বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা।

এ.কে আজাদ বলেন, পাকিস্তানি দোসর বিএনপি- জামাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে দেশকে আবারো অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে বন্ধ করতে চাচ্ছে। আপনারা শেখ হাসিনার উন্নয়নের কথা শিকার করে ক্ষমা চান তাহলেই আপনাদের (বিএনপি) মঙ্গল।

বিএনপিকে হুঁশিয়ারী দিয়ে ফরিদপুর আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসুন। দেখেন জনগণ ভোট দেয় কি না। বাংলার মাটিতে পাকিস্তানি দোসরদের আর কোনো জায়গা নেই।

এ.কে আজাদ বলেন, দেশের আজ যা অর্জন তার সবটুকুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফল। আসুন শেখ হাসিনার উন্নয়নের কথা আমরা ঘরে ঘরে পৌঁছে দিই। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, কোষাধ্যক্ষ ড. যশোদা জীবন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মাহাতাব আলী মিথু, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরত রসুল তানিয়া প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো. শাহ সুলতান রাহাত, ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিপুল ঘোষ বলেন, আওয়ামী লীগের দুর্দিনে আমরাই ছিলাম, এখন বড় বড় পদ পেয়ে ত্যাগী নেতা সেজে দলের মধ্যে গ্রুপিং শুরু করছেন।

বতমান সভাপতি শামিম হকের প্রতি ইঙ্গিত করে বিপুল ঘোষ বলেন, আপনি সভা সমাবেশে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী নাছিরকে দিয়ে আমাদের গালিগালাজ করান, এটা থেকে বিরত থাকুন। দলের কল্যাণে সবাইকে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করুন। এতে সংগঠনের উপকার হবে। সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।

বিপুল ঘোষ বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয় তাকে নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থণা করতে হবে, যাতে দলীয় প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা যায়। এখনো সময় আছে, আসুন সবাই মিলে নিজেদের ভেদাভেদ ভুলে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশকে মেনে সরকারের উন্নয়নচিত্র মানুষের মাঝে ‍তুলে ধরি।

(ঢাকাটাইমস/২৮মে/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :