বরিশালে পক্ষপা‌তহীন নির্বাচন উপহার দিতে চায় সিইসি

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ২৩:২৯
অ- অ+

আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইন-শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে তার কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সিইসি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়।

রবিবার বিকালে নগরের সার্কিট হাউস সভাকক্ষে এতে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নানা দিক দির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে বলেন, উৎসব মুখর ভোটের পরিবেশ করতে নিরলস কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটাদের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ‌্য বলে জানান সিইসি। স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব‌্যবস্থা সহ নির্বাচ‌নের দিন স‌র্বোচ্চ সতর্ক থাকার কথাও জানান তি‌নি।

এর আগে গতকাল শিল্পকলা একাডেমীতে প্রার্থীদের সাথেও মতবিনিময় করেন তিনি। দুদিনের সফস শেষে আজ বরিশাল ত্যাগ করার কথা তার।

(ঢাকাটাইমস/২৮মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা