বরিশালে পক্ষপাতহীন নির্বাচন উপহার দিতে চায় সিইসি

আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইন-শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে তার কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সিইসি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়।
রবিবার বিকালে নগরের সার্কিট হাউস সভাকক্ষে এতে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নানা দিক দির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে বলেন, উৎসব মুখর ভোটের পরিবেশ করতে নিরলস কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটাদের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য বলে জানান সিইসি। স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা সহ নির্বাচনের দিন সর্বোচ্চ সতর্ক থাকার কথাও জানান তিনি।
এর আগে গতকাল শিল্পকলা একাডেমীতে প্রার্থীদের সাথেও মতবিনিময় করেন তিনি। দুদিনের সফস শেষে আজ বরিশাল ত্যাগ করার কথা তার।
(ঢাকাটাইমস/২৮মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্মৃতিসৌধে প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

কালিয়াকৈরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা

বরিশাল-৪: নৌকার প্রার্থী শাম্মীর মনোনয়ন বাতিল, পঙ্কজের বৈধ

গাজীপুরের ৫টি আসনে বৈধ প্রার্থী ৪১ জন, বাতিল ৩

বগুড়ার সাতটি আসনে ২৮ জনের মনোনয়ন বাতিল

নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জনের প্রার্থিতা বৈধ, বাতিল ২

ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

নগরকান্দায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্য
