মাদারীপুরে জঙ্গল থেকে নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২৩, ১৫:১৭ | প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৫:১৩

মাদারীপুর-শরীয়তপুর সড়কের খাগদী এলাকার একটি জঙ্গল থেকে ৪০ বছর বয়সী পরিচয়হীন এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে মর্গে পাঠান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে খাগদী বাসস্ট্যাণ্ড এলাকার মোশারফ হোসেনের বাড়ির পাশে একটি জঙ্গলের ভেতর থেকে দুগন্ধ বের হতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পায় একটি মরদেহ পড়ে আছে। পরে সদর থানায় খবর দিকে পুলিশ ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। ওই নারীর কপালে সিদুঁর থাকায় সন্দেহ করা হচ্ছে তিনি হিন্দু সম্প্রদায়ের। তার কাছে একটি মোবাইল ও একটি ছোট ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে কেউ হত্যা করে রেখে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহের শরীরে একাধিক স্থানে কোপানোর দাগ রয়েছে। তার মাথায় উপরের অংশ কাটা ছিল। কেউ হত্যা করে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

(ঢাকাটাইমস/২৯মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :