ভারতের নতুন সংসদ ভবনের ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে শাহরুখ খান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:০৪ | প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৬:২৮

ভারতের নয়াদিল্লিতে দেশটির নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে রবিবার। বলিউড বাদশাহ শাহরুখ খান সেই উদ্বোধনের ভিডিও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনেতা লিখেছেন, ‘খুব সুন্দর এক সংসদীয় ভবন। সংবিধানের কর্মকর্তাদের জন্য এক নতুন ঠিকানা। দেশকে নতুনভাবে গড়ে তোলার, প্রধানমন্ত্রীর এটা এক পুরনো স্বপ্ন ছিল। যা আজ বাস্তবে পরিপূর্ণতা পেল।’

ভিডিওতে নতুন সংসদ ভবনের বিভিন্ন দৃশ্য দেখা যায়। শাহরুখের এই ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হয়। তবে তৈরি হয়েছে সমস্যাও।

শাহরুখ খানের শেষ সিনেমা ‘পাঠান’ বক্সঅফিসে ১৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে। তবে ডানপন্থী দল সিনেমাটি বয়কটের ডাক তোলে। তাই কিং খানের এই প্রতিক্রিয়া একেবারে অন্য চোখে দেখেছেন কংগ্রেস মুখপাত্র ক্লাইড কাস্ত্রো।

তিনি টুইট করেই শাহরুখকে বিঁধেছেন। লেখেন, ‘শাহরুখ খান এবার নতুন সংসদ ভবনের পক্ষে কথা বলেছেন। আমরা এবার দ্রুত দেখতে পাব যে, মহারাষ্ট্রের বিজেপি নেতারা ওর সামনে মাথা নত করছেন এবং ওর সিনেমাও ব্যান করা হচ্ছে না।’

শাহরুখের পাশাপাশি রনবীর সিং, সোনু সুদের মত তারকারাও টুইট করেন। রনবীর সিং টুইটে সংসদন ভবনের কিছু ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘সংসদ ভবনটি এক বিস্ময়কর স্থাপত্য এবং উন্নয়নের নতুন দিশা।’

সোনু সুদ টুইটে নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সবাইকে গর্ব করতে বলেছেন। শাহরুখের মতো অক্ষয় কুমারও একই ভিডিও পোস্ট করেন। তিনিও ভিডিওটিতে তার ভয়েসওভার দিয়েছিলেন। ক্রিকেট খেলোয়ার শিখর ধাওয়ানও টুইট করেন। তিনি লেখেন, ‘নতুন সংসদ ভবন আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি, ঐতিহ্যকে শক্তিশালী করেছে।’

রবিবার ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নতুন সংসদ ভবনটিতে ৭৭০টি আসন রয়েছে এবং অতিরিক্ত ৩৮৪টি আসনের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে রয়েছে লোকসভা এবং রাজ্যসভার হল।

যৌথ অধিবেশন আয়োজনের জন্য লোকসভা হলে অতিরিক্ত ১১৪০টি আসন থাকবে। মিটিং রুম, সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রধান কার্যালয়, লোকসভা সচিবালয় এবং রাজ্যসভা সচিবালয় তো আছেই। এর পাশাপাশি জাদুঘর-গ্রেড গ্যালারিও আছে।

(ঢাকাটাইমস/২৯মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :