চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৯:৪০

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগরে সংরক্ষিত বনাঞ্চলে অনুমোদনহীন, অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান গত ২১ মে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

এরই জেরে সোমবার চন্দনাইশের কাঞ্চননগরে পাহাড়ের বনজ, ফলজ গাছ ধ্বংস করে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর মধ্যে একটি হলো জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমিন আহমেদ রোকনের SAB নামক ইটভাটা। আরেকটি হলো মুর্শেদুল আলমের মালিকানাধীন পঠিয়া ব্রেকসিট ইটভাটা।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টিম এ বিশেষ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উর্মি সরকার।

গত ২১ মে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এলিনা খান পরিবেশ ধ্বংসকারী এই সব ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের দেয়া আদেশ অমান্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট আইনি নোটিশ পাঠালে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ ইটভাটা উচ্ছেদে চন্দনাইশের কাঞ্চননগরে অভিযানে নামে।

এলিনা খান অবৈধ এবং পরিবেশ, প্রতিবেশের উপর ক্ষতিকর ইটভাটা অগ্রাধিকার ভিত্তিতে বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে দোষীদের নামমাত্র জরিমানা করে বৈধতা দানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবেনা জানতে চেয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এই আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক, চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওসি বরাবর এ নোটিশ পাঠানো হয়েছিলো।

((ঢাকাটাইমস/২৯মে/এমএইচ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আটক

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগ, ওসির বিচার চেয়ে রাস্তায় স্কুলছাত্রীর মা

কেরানীগঞ্জে যুবক খুনের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গাজীপুরে ইউএনওর ওপর ইউপি চেয়ারম্যানের হামলায় আহত ৪

কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশে ব্যাপক উন্নয়ন করছেন: এমপি রতন

আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার নানকের

‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে উপকূলবাসী

এই বিভাগের সব খবর

শিরোনাম :