রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২৩, ২০:০৯

পাবনার রূপপুরে নির্মাণাধীণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ১৪৯ টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর পতাকাবাহী একটি জাহাজ।

'এমভি আনকা স্কাই’ নামের এই জাহাজটি সোমবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

এর আগে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ১৪৯ টন পণ্য নিয়ে জাহাজটি মোংলার উদ্দেশে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের মালামাল খালাস শেষ হবে। খালাস শেষে মালামালগুলো সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে গত ৩ এপ্রিল ৬৩০ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে।

(ঢাকাটাইমস/২৯মে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :