উত্তেজনা ছড়ানো ফাইনালে গুজরাটকে হারিয়ে পঞ্চম শিরোপা চেন্নাইয়ের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ০৩:০৩
অ- অ+

ফাইনাল হলো ফাইনালের মতোই। বৃষ্টি বাগড়ায় ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা সেই শঙ্কা কাটিয়ে খেলা মাঠে গড়ালো। ম্যাচটি মোড় নিলো বারবার। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস এই ম্যাচে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস।

হাই-স্কোরিং ম্যাচে ২১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ বলে ৪ রানে তুললে শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি থামলে ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য পায় চেন্নাই।

ওপেনিং জুটিতে ভালো সূচনা পায় চেন্নাই । মাত্র ৬.৩ ওভারে আসে ৭৪ রান। মাত্র ১৬ বলে ২৬ রান করেন ঋতুরাজ গায়কোয়াড। ২৫ বলে ৪৭ রানে আউট হন ডেভন কনওয়ে। আর ১৩ বলে ২৭ রানে রাহানে ও ৮ বলে ১৯ রানে আম্বাতি রাইডু হন হন। রানের খাতা খুলতে পারেননি ধোনি।

এদিকে রবিন্দ্রো জাদেজাকে নিয়ে জয় নিশ্চিত করেন শিবাম ডুবে। ২১ বলে ৩২ রানে ডুবে ও ৬ বলে ১৫ রানে জাদেজা অপরাজিত থাকেন।

টস হেরে ব‌্যাটিং করতে নেমে গুজরাটের শুরুটা দারুণ হয়। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। সপ্তম ওভারে জারেজার বলে আউট হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করেন গিল।

দ্বিতীয় উইকেটেও দুর্দান্ত ছিল গুজরাট। সাই সুদর্শন ও ঋদ্ধিমান সাহা মিলে ৪২ বলে ৬৪ রান করেন। ৫৪ রানে থামেন সাহা। অন্যদিকে আপনতালে খেলতে থাকেন সুদর্শন। ৩৩ বলে ফিফটি পূরণের পর থামেন ৯৬ রানে। ৪৭ বলে খেলা ইনিংসটি ৮ চার ও ৬ ছক্কায় সাজানো। হার্দিক অপরাজিত থাকেন ১২ বলে ২১ রানে।

(ঢাকাটাইমস/৩০মে/এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা