‘রকমারি বর্ণমালা অফার’-এর বিজয়ীদের হাতে মোটরসাইকেল এবং স্মার্টফোন হস্তান্তর

রকমারি ডট কমের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো সোমবার। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে মোটরসাইকেল বিজয়ী এন এম সাকিবের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া হয়।
এছাড়াও ১২ জনের হাতে তুলে দেয়া হয় স্মার্টফোন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, রকমারি ডট কমের প্রতিষ্ঠাতা ও সিইও খাইরুল আনাম রনি, সহ-প্রতিষ্ঠাতা ডিরেক্টর জুবায়ের বিন আমিন। উপহার পেয়ে বিজয়ীদের উল্লাস করতে দেখা যায়।
রকমারি ডট কমের সিইও মো. খায়রুল আনাম রনি বলেন, ‘মানুষের জীবন সহজ করতে মোটরসাইকেলের ভূমিকা অনস্বীকার্য। সেই ভাবনা থেকেই এমন উপহার দেয়া।’ তিনি আরও বলেন, জীবন সহজ করার সাথে সাথে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মোটরসাইকেল বিজয়ী সাকিবকে সাবধানে চালানোর পরামর্শ দেন তিনি।
এছাড়া রকমারি ডট কমের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড ব্র্যান্ড স্ট্রাটেজি মাহমুদুল হাসান সাদি বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমাদের গ্রাহক খুবই সুন্দরভাবে বিষয়টি গ্রহণ করেছেন। আমরা ভবিষ্যতে আরও কাজ করার আশা রাখি।’
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্ণমালা ক্যাম্পেইনের আওতায় রকমারি থেকে বই কিনলেই একটি বর্ণ কার্ড পাওয়া যেত। সেই কার্ড ঘষে র+ক+মা+রি মিলাতে পারলেই উপহার হিসাবে ছিল মোবাইল ফোন। এছাড়া যে কোনো একটি বর্ণ রঙ্গিন হলেই হিরো হাংক-১৫০আর মোটরসাইকেল পুরস্কার হিসেবে ছিল।
(ঢাকাটাইমস/৩০মে/এজে)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু-পেঁয়াজ-ডিম, চাল ও সবজির দামও বাড়তি

দেশে পৌঁছল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান

মাইক্লো বাংলাদেশের সঙ্গে ইয়াসির শাবাব

দাম কমে সোনার ভরি লাখের নিচে

আমেরিকা থেকেও খোলা যাবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ই-অ্যাকাউন্ট

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রিটেইল সেলস কনফারেন্স অনুষ্ঠিত

বিকাশের কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার

প্রিমিয়ার ব্যাংক ও কাতার এয়ারওয়েজের মধ্যে কর্পোরেট ট্রাভেল ইনসেন্টিভ চুক্তি

৫৩১ কোটি টাকার সার কিনবে সরকার
