পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৬:৪৫| আপডেট : ৩০ মে ২০২৩, ১৬:৪৮
অ- অ+

রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে নির্ঝর (৯) ও অনন্ত (৭) নামে খালাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- মহানগরীর হেতেমখাঁ এলাকার নিরেন ও গোবিন্দের ছেলে। সম্পর্কে তারা আপন খালাতো ভাই ছিলো।

নিহতের পরিবার জানায়, দুপুরে স্কুল থেকে বাসায় এসে হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে তারা গোসল করতে নামে। প্রথমে নির্ঝর পানিতে তলিয়ে যায়, তাকে খুঁজতে গিয়ে অনন্তও ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি খেয়াল করলে পুকুরে নেমে তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে নির্ঝর ও অনন্তেরে মরদেহ উদ্ধার করা হয়। তবে নির্ঝরের মরদেহ তার বাড়িতে রাখা থাকলেও অনন্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুদের মরদেহের সৎকার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা