ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:১১ | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৫:৫৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শিগগিরই ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু হচ্ছে। অভিযানে এসব রিকশা জব্দের পর ধ্বংস করা হবে। নগরীর এই অংশে শুধু পায়ে চালানো রিকশা চলতে পারবে। ব্যাটারি রিকশা চলার অনুমোদন দেওয়া হবে না।

এ ব্যাপারে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, সিটি করপোরেশন থেকে শুধুমাত্র পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হয়। ব্যাটারিচালিত রিকশার কারণে রাস্তায় সবসময় যানজট লেগে থাকে। এসব রিকশা পাওয়া গেলে ধ্বংস করা হবে।

বুধবার রাজধানীর সবুজবাগে সংঘনায়ক শুদ্ধানন্দ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, রাজধানীর ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ধর্মরাজিক বৌদ্ধবিহার সংলগ্ন এই সড়ক প্রশস্ত এবং ফুটপাত নির্মাণ করা হয়েছে। সড়ক উন্নয়ন হলেও রাস্তার দুই পাশে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় এই রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে।

এই সড়কে যানজট নিরসনে কী উদ্যোগ নেওয়া হবে জানতে চাইলে মেয়র বলেন, ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ৯ সংসদীয় আসনের সদস্য সাবের হোসেন চৌধুরী, ৫-নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩১মে/কেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২৪ ঘণ্টা পরও পানি না নামায় ঢাকা দক্ষিণ সিটির চার কর্মকর্তা-কর্মচারীকে নোটিস

প্রযুক্তিতে অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ে তোলার তাগিদ

বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধের নেপথ্যে স্বাস্থ্যমন্ত্রীর পুত্র! অভিযোগ সংবাদ সম্মেলনে

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ শিশু নিহত

‘মাদক নির্মূল করতে পারলে অন্যান্য সব অপরাধ কমে যাবে’

অক্টোবরকে জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ঘোষণার দাবি, শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি

রাজধানীতে সিএনজিকে ট্রাকের চাপা, যুবকের মৃত্যু, নারীসহ আহত ৫

পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু

ঢাকায় কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

বৃষ্টির পা‌নি‌তে বিদ্যুৎস্পৃষ্ট: মিরপুরে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :