শুক্রবার আসছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৭:০৭
অ- অ+

অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। মাঝেমধ্যেই ভক্তদের নিজের গাওয়া মৌলিক গান উপহার দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘সে সামথিং’।

এই গানটিতে স্বাগতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ। আগামী শুক্রবার স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে গানটি প্রকাশ পাবে।

কথা লেখার পাশাপাশি যৌথভাবে ‘সে সামথিং’ গানের সুর করেছেন স্বাগতা ও হাসান। এর সংগীত আয়োজন করেছেন সন্ধি। ভিডিওচিত্র নির্মাণ করেছেন অনিন্দ্য কবির অভিক।

নতুন গান প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘গত ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতাদের ভালো সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন তিনি। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছিলেন।

(ঢাকাটাইমস/৩১মে/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা