সিসিক নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ৮ প্রার্থী

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৭:১৫| আপডেট : ৩১ মে ২০২৩, ১৭:১৮
অ- অ+

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হয়েছে। এতে একজন মেয়র প্রার্থীসহ মোট আটজন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে আটজনের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন আপিল বোর্ডের প্রধান ও সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এরমধ্যে আছেন একজন মেয়র পদপ্রার্থী। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের চারজন ও সংরক্ষিত ওয়ার্ডের ৩ তিনজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মনোয়নপত্র বাতিলের পর মেয়র পদে তিন, সংরক্ষিত ওয়ার্ডে পাঁচ ও সাধারণ ওয়ার্ডের চারজন কাউন্সিলর প্রার্থী আপিল করেছিলেন।

মেয়র পদে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, ৪নং ওয়ার্ডের তাহমিনা বেগম ও ৬নং ওয়ার্ডের মোছা. কামরুন নাহার চৌধুরী প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ২৮নং ওয়ার্ডের মো. ফখরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডের আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪নং ওয়ার্ডের মাও. মো. রফিকুল ইসলাম ও ৩৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাজ উদ্দিন লাল প্রার্থিতা ফিরে পেয়েছেন।

২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

(ঢাকাটাইমস/৩১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা