শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১১:১৮ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ০৮:৩৮

তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেছেন। তিনি বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন।

টেলিফোনে কথোপকথনের সময় শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্টকে দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানান, যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের বেশি ছিল। তুরস্কের জনগণ সঠিক নির্বাচন করায় তিনি আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুন>> জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব হলেন ইমরুল কায়েস

বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে বলে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ লক্ষ্যে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন।

তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

শেষে শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান।

(ঢাকাটাইমস/০১জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

পাবনার উন্নয়নে নতুন গতি এসেছে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারের অর্জন নিয়ে ১১৩৭ ভিডিও প্রকাশ

শুভ জন্মদিন উন্নয়নের বাতিঘর

যুক্তরাষ্ট্রের কড়া নজরে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগে উন্নয়ন সংক্রান্ত সহস্রাধিক ভিডিও আপলোড

পর্যটন বিকাশে খাদ্যের নিরাপদতার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি গুরুত্বপূর্ণ: আব্দুল কাইউম সরকার

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেয়ার তাগিদ

বিসিবির কোন সে পরিচালক? কাকে ইঙ্গিত করলেন তামিম ইকবাল?

এই বিভাগের সব খবর

শিরোনাম :