সিআইডি বিএফআইইউ আইন বিভাগের সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ২৩:০১
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্সের (বিএফআইইউ), আইন বিভাগ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে রাজধানীর মালিবাগের সিআইডি কনফারেন্স রুমে এ সভা হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স ও আইন বিভাগ এবং সিআইডির মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম সংক্রান্তে এই সমন্বয় সভা হয়।

সভায় যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইউনিটের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশে পণ্য আমদানি-রপ্তানিসহ অন্য উপায়ে সংঘঠিত মানি লন্ডারিং অপরাধ, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্তে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সিআইডিও অনুসন্ধান এবং মামলা করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএফআইইউয়ের হেড অব ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর মো. মাসুদ বিশ্বাস, সিআইডির অর্গানাইজড্ ক্রাইমের ডিআইজি কুসুম দেওয়ান, অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবীব, বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগের পরিচালক মো. আমজাদ হোসেন খান, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রাশেদ, সহকারী পরিচালক মো. আব্দুস সালাম শেখসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/০১জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা